গ্রিন ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত

আরিয়ান রহমান আকাশ: রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের নবীনবরণ ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি প্রযুক্তি শিক্ষায় দক্ষ হওয়ার আহ্বান জানান বক্তারা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাদ আন্দালিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, অধ্যাপক ড. ফারহানা মেহতাব হেলাল, অধ্যাপক মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাদ আন্দালিব বলেন, মানুষ প্রকৃতির বিরুদ্ধে যেতে পারে না। মানুষকে প্রকৃতির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েই এগুতে হয়। এটাকেই অপরচুনিটি বানাতে হয়। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকেই আত্মবিশ্বাসী হতে হবে। নিজের মূল্যায়ণ নিজেকে করতে হবে। আমি কী, আমি কী করতে পারি এবং আমার উদ্দেশ্য কী সবকিছুকে সামনে রেখে কাজ করতে হবে। সাদ আন্দালিব বলেন, আধুনিক বিশ্বে কেউ একা কিছু করতে পারে না। এজন্য পার্টনার দরকার। এ সময় তিনি শিক্ষার্থীদের সততা ও মহত্ত্বসহ নানা ধরণের গুণাবলী অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, করোনা মহামারী যেমন গোটা বিশ্ব মানবের জীবনকে বাধাগ্রস্থ করেছে, তেমনি তা শিক্ষার ক্ষেত্রে অনলাইন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আধুনিক প্রযুক্তির এই অনুষঙ্গকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীই তার মা-বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই এই ভালোবাসার ফল হিসেবে চার বছর ধরে প্রস্তুত হবে এবং নিজেকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বাবা-মাকে উপহার দিতে হবে। ইংরেজি শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, আধুনিক কালে ইংরেজি শুধু ভাষা নয়, এটি এখন প্রযুক্তি হয়ে দাঁড়িয়েছে। একুশ শতাব্দীতে চলতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে এই প্রযুক্তি জানতে হবে।
উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, করোনা মহামারী থাকতে পারে, এর চেয়েও বেশি কিছু হতে পারে। কিন্তু কোনোভাবেই শিক্ষার চাকা বন্ধ থাকতে পারে না। এজন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টসহ সব শিক্ষার্থীকে এগিয়ে আসতে হবে। ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু মানসিকতার হতে হবে। সব ধরনের সংকোচ কাটিয়ে টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল জ্ঞানে পারদর্শী হতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রশ্ন করার উপর গুরুত্বারোপ করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বলেন, শুধু পড়ালেখা নিয়ে থাকলে চলবে না। এর পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করতে হবে। গ্রিন ইউনিভার্সিরি বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে শিক্ষার্থীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানেরে আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: