কুমিল্লা বোর্ডে টানা ১০ বার সেরা বুড়িচংয়ের সোনার বাংলা কলেজ

কুমিল্লা বোর্ডে ২০২১ সালের এইচএসসির ফলাফলে মোট পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। এ বছরও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি ২০২২) দুপুর ১২টার দিকে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান ফলাফল ঘোষণা করেন।
বুড়িচং উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান জানান,এবছর বুড়িচং উপজেলা এইচ এস এসি পরিক্ষায় অংশগ্রহণ করে ২৫৭০ জন পরীক্ষার্থী, উত্তীর্ণ হয়েছে ২৫৫৭ জন, অনুর্ত্তীণ ১৩ জন, জিপিএ ফাইভ পেয়েছে ৭৩৬ জন পাশের হার ৯৯.৪৯%। এইচ এসসি (বিএম) ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করে ১৯৫ জন পরীক্ষার্থী, উত্তীর্ণ ১৯১ জন, অনুর্ত্তীণ ৪ জন, জিপিএ ফাইভ ৭জন। আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৯৩ জন পরীক্ষর্থী,উত্তীর্ণ ৪৬৮ জন, অনুর্ত্তীণ ২৫ জন, জিপিএ ফাইভ পেয়েছে ৩২ জন, পাশের হার ৯৪.৯২%।
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনার বাংলা বিশ্বাবিদ্যালয় কলেজ সাফল্যের ধারা অব্যহত রেখে এবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফলে কুমিল্লা বোর্ডের সেরা সাফল্য অর্জন করছে। কলেজটি টানা ১০ বার বোর্ডসেরা ফলাফল অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা অব্যহত রেখেছে। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ কলেজ থেকে ৪১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাস করেছে। ১০০% পাসের পাশাপাশি ২৪৪ জন জিপিএ ফাইভ পেয়ে এ কলেজের শিক্ষার্থীরা চমকপ্রদ সাফল্যের স্বাক্ষর রেখেছে।
বিজ্ঞান বিভাগ থেকে ১৪৩ জন জিপিএ ফাইভ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৫জন জিপিএ ফাইভ পেয়েছে ও মানবিক বিভাগে ৬৬ জন জিপিএ ফাইভ পেয়েছে। ঐ জেলাতেও প্রথম স্থান অর্জন করেছে। উপজেলায় ২য় স্থান অর্জন করেছে পারুয়ারা আব্দুল মতিন খসরুকলেজ। এ কলেজে ৪১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ করে জিপিএ ফাইভ পেয়েছে ১৯৮ জন। তৃতীয় স্থান অর্জন করেছে কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ।এ কলেজে ৪১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৪১৮জন, জিপিএ ফাইভ পেয়েছে ১৭২ জন।
কুমিল্লা শহরের বাইরে বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামীন জনপদে বিগত ২০০০ সনে প্রতিষ্ঠিত সোনার বাংলা কলেজটি শুরু থেকেই অসাধারণ সাফল্য অর্জন করে আসছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও এ কলেজের শিক্ষার্থীরা জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্টত্বের স্বাক্ষর রেখে আসছে। ধারাবাহিকতাভাবে টানা আটবার বোর্ড সেরা সাফল্য অর্জনের বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ বলেন-শৃঙ্খলাবিধির যথাযথ অনুসরণ , আধুনিক ও বিজ্ঞানসম্মত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত সহশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকের নিবিড় সংযোগ সর্বোপরি সুযোগ্য গভর্ণিং বডির দিক নির্দেশনায় এ ধরণের অসাধারণ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
বুড়িচং উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান বলেন, অন্য বছরের তুলনায় এবছর বুড়িচং উপজেলা এইচ এস সি পরীক্ষায় ভালো ফলাফল হয়েছে। ছাত্র-ছাত্রী,শিক্ষক ও অভিভাকবৃন্দের সহযোগীতায় এমন ফলাফল সম্ভব হয়েছে। এতে আমারা সন্তোষজনক।
উল্লেখ্য, এ বছর ১ লাখ ১৪ হাজার ৫৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ১ লাখ ১১ হাজার ৬৮০। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ জন। মেয়েদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৮ হাজার ৭৫৭ জন, ছেলে ৫ হাজার ৩৯৬ জন। এ বছর শতভাগ পাশ করেছে ৯৭ টি প্রতিষ্ঠান।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: