২২ ফেব্রুয়ারি থেকে কুবিতে সশরীরে ক্লাস-পরিক্ষা শুরু

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫০ এএম

মোঃ শাহীন আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে :২২ ফেব্রুয়ারি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরিক্ষা শুরু হবে। এছাড়া ২৭ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। রবিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয় দুটি নিশ্চিত করেন।

তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হবে। এবিষয়ে উপচার্যের সাথে কথা বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি ২২ তারিখ সশরীরে ক্লাস-পরীক্ষা নিতে বিভাগসহ সংশ্লিষ্ট দফতরগুলাতে চিঠি দেওয়া হবে। প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে তিনি বলেন, আমাদের ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে। আমরা ২৭ তারিখ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে পারবো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: