বিয়ের আসর থেকে দৌঁড়ে পালালেন বর

প্রকাশিত: ০৭ মার্চ ২০২২, ০৭:১০ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিয়ের আসর থেকে বর ও তার লোকজন পালিয়ে গেছেন। সোমবার (৭ মার্চ) উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া মেহেরধনবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া মেহেরধনবাড়ি গ্রামের মো. শহীদুল্লাহর মেয়ে মজিতপুর দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রীর (১৪) বাল্যবিয়ের আয়োজন করা হয়। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বাল্য বিয়েটি বন্ধ করেন।

বর পার্শ্ববর্তী বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. মিজান (৩০)। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে লোকজনসহ বিয়ের আসর থেকে পালিয়ে যান। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার মেয়ের মা-বাবাকে ১০ হাজার টাকা জরিমানাসহ বাল্যবিয়ে না দেয়ার মুচলেকা নিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বাল্যবিয়ে বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন এবং বাল্যবিয়ের ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান। এসময় উপিস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, এসআই নাসির উদ্দীন, ভূমি অফিসের সহকারী মো. শাহ আলম, কিশোর-কিশোরী ক্লাব এর জেন্ডার প্রমোটার ফেরদৌস আরা প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: