অপরাধ ঘটানোর আগেই অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্যরা আটক

আবু রায়হান সরকার, নোয়াখালী প্রতিনিধিঃ সংঘবদ্ধভাবে অপরাধ ঘটানোর পূর্বেই নোয়াখালীর সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় সুধারাম মডেল থানা এলাকার জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত গ্যাং সদস্যরা হলেন সদর উপজেলার ৪নং কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের ইকবাল হোসেনের ছেলে রাফসান হোসেন (১৮), ৫নং বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মো. আসিফ (১৭) ও ২নং দাদপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. ইমন (১৪)।তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি লোহার ছুরি ও একটি লোহার তৈরি কাটার জব্দ করা হয়েছে।
এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিডি২৪লাইভকে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো.শামীমুল এহসান অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।গ্রেফতাররা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। ধারণা করা হচ্ছে, তারা অপরাধ করার জন্য সংঘবদ্ধভাবে সেখানে জড়ো হয়েছিল। এ ব্যাপারে সুধারাম মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।নোয়াখালী সকল উপজেলায় অপরাধীদের বিরুদ্ধে চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: