বাংলাদেশ দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ১১:১৩ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (২৩ মার্চ) রাতে এ অভিনন্দন জানান তিনি।

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে বাংলাদেশ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে। এর মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ দলকে আরও অভিনন্দন জানিয়েছেন আইসিসির সাবেক সভাপ‌তি ও অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতেই প্রথমবারের মতো ঐতিহাসিক সিরিজজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: