৫ পুলিশ সদস্য আহত: ছিনতাইকারী রিমান্ডে

রাজধানীর বংশাল থানার গেটে পাঁচ পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে জখম করার ঘটনায় হওয়া মামলায় ছিনতাইকারী সুমন ওরফে ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইশরাত জাহান রিমান্ডের এ আদেশ দেন।
গতকাল বুধবার রাতে বংশাল থানার প্রবেশপথের সামনে আটক করে আনা ছিনতাইকারী ইমনের সুইচ গিয়ার চাকুর আঘাতে উপ-পরিদর্শক (এসআই) এম রবি হাসানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহত অপর পুলিশ সদস্যরা হলেন-এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল ইসলাম, সজীব ও শফিকুল আহত হন। তাদের মধ্যে কনস্টেবল নজরুল ইসলামের অবস্থা গুরুতর।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় ইমন ও জুয়েল নামে দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে পুলিশ। পরে তাদের থানার গাড়িতে বংশাল থানার সামনে নিয়ে আসা হয়। থানার প্রবেশপথে গাড়ি থেকে নামিয়ে শরীর তল্লাশি করার সময় হঠাৎ ছিনতাইকারী ইমন সুইচ গিয়ার চাকু বের করে পাঁচ পুলিশকে এলোপাথারি আঘাত করে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: