রাজধানীতে ছুরিকাঘাতে চিকিৎসক নিহত

প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ১১:০২ এএম

রাজধানী মিরপুরের শেওড়াপাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ডেন্টাল চিকিৎসক নিহত হয়েছেন। রবিবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম বুলবুল হোসেন। পুলিশের মিরপুর বিভাগের ডিসি আফম মাহতাবউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হলে তাকে আল হেলাল হাসপাতাল নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে নেওয়া হয়েছে।

জানা গেছে, মগবাজারে রংপুর ডেন্টাল নামে বুলবুলের চেম্বার রয়েছে। শেওড়াপাড়া পীরেরবাগে পরিবার নিয়ে থাকতেন ডাক্তার বুলবুল। আজ সকাল সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার জন্য। পরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি নিহত হন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: