রবিবার দিনটি কেমন কাটবে আপনার

প্রকাশিত: ০৭ মে ২০২২, ১০:৩৮ পিএম

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও শনি। ৮ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর শনির প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যাঃ: ৮,১৭,২৪। আপনার শুভ বর্ণ : সাদা ও নীল। শুভ গ্রহ ও বার : শুক্র ও শনি। শুভ রত্ম: হীরা ও নীলা।

আজকের দিনের শুভ বর্ণ আজ সাদা ও নীল বর্ণের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনের শুভ সময় : জ্যোতিষীর দৃষ্টিতে আজকের শুভ সময় সকাল: ৫:৩৩-৯:৫২, দুপুর: ১:২২-২:১৪, রাত: ৭:২০-৯:২৯, ১২:২৫-৩:১৯ এর মধ্যে। চন্দ্রাবস্থান : আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। ৭মী তিথি দুপুর: ১:৩৩ পর্যন্ত, পরে ৮মী তিথি চলবে। জ্যোতিষ শাস্ত্রানুসারে আজ যে খাদ্য পরিতাজ্য আজ দুপুর: ১:৩৩ পর্যন্ত তাল পরে নারকেল খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১মার্চ - ২০এপ্রিল) : মেষ রাশির জাতক জাতিকার দিনটি পারিবারিক কাজে ব্যস্ততার। কর্মক্ষেত্রে আপনার প্রত্যাশা পূরণ হতে চলেছে। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে আত্মীয় স্বজনের সাহায্য পাওয়া যাবে। আজ গৃহ স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সফল হতে পারবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) : বৃষ রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক কাজের জন্য বলবান। সাংসারিক বিষয়ে ছোট ভাইবোনের সাহায্য লাভের আশা। প্রতিবেশীর সাথে কোনো বিষয়ে সমঝোতা হতে পারে। বৈদেশিক যোগাযোগের জন্য দিনটি বলবান। গণমাধ্যমে কাজের সুযোগ পেতে পারেন। ই-কমার্স ব্যবসায়ীদের আশানুরুপ আয় রোজগার হবে।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন) : মিথুন রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক দিক থেকে বলবান থাকবে। খুচরা পাইকারী ব্যবসায় আজ ভালো বেচাকেনা আশা। তবে মুদি ও খাদ্যপণ্য ব্যবসায়ীরা কোনো প্রকার জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। মুনাফাখোরীর চিন্তাভাবনা থাকলে তা বাদ দিন।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) : কর্কট রাশির জাতক জাতিকার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির দিন। চাকরিজীবীদের প্রত্যাশা পূরণ হবে। পারিবারিক কাজে পাবেন জীবন সাথীর পূর্ণ সাহায্য। রাজনৈতিক বা অরাজনৈতিক সকল প্রকার জনসংযোগমূলক কাজে আজ সফল হতে পারবেন। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব লাভ।

সিংহ রাশি (২১জুলাই - ২১ আগস্ট) : সিংহর জাতক জাতিকার দিনটি ব্যয়বহুল থাকবে। বৈদেশিক বাণিজ্যের কোনো অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। বিদেশ যাত্রা যোগ প্রবল। আজ ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীদের আশানুরুপ আয় রোজগারের আশা। জীবন জীবীকার প্রয়োজনে বিদেশ যাত্রা করতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক জাতিকার আজ বকেয়া বেতন বিল আদায় হবে। সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য লাভের আশা। আজ ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে অগ্রগতি হবে। বন্ধুর সাহায্য পাওয়া যাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর) : তুলা রাশির জাতক জাতিকার দিনটি কর্মক্ষেত্রে অগ্রগতির। বড় কর্মকর্তাদের অনুপস্থিতির কারনে আজ কোনো গুরুত্বপূর্ণ কাজের সুযোগ পেতে পারেন। প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় নতুন চাকরির সুযোগ পেতে পারেন। পিতার শারীরিক অবসথার ধীরে ধীরে উন্নতি হবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর ) : বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। বৈদেশিক বাণিজ্যে ভালো আয় রোজগারের আশা। বিদেশ থেকে আসবে কোনো প্রশিক্ষণের সুযোগ। প্রবাসী কোনো আত্মীয়র সাহায্য পাওয়া যাবে। আজ ব্যবসা বাণিজ্যে নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে।

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) : ধনু রাশির জাতক জাতিকার দিনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো লাভের। আর্থিক ক্ষেত্রে আজ ঋণের চক্রে না পড়াই ভালো। আইনগত জটিলতার পেছনে অর্থ ব্যয় হবে। পাওনাদারের চেক ক্লিয়ার করতে হবে। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের ভালো আয় রোজগার হবে।

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০জানুয়ারি) : মকর রাশির জাতক জাতিকার দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধির দিন। আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগারের আশা। অবিবাহিতদের বিয়ের আলোচনায় হবে অগ্রগতি। বয়স্কদের দাম্পত্য মান অভিমান কাটিয়ে উঠতে হবে। ব্যবসায় নতুন কোনো অংশিদার নিতে হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ফেব্রুয়ারি) : কুম্ভ রাশির রাশির জাতক জাতিকার কর্মক্ষেত্রে অহেতুক জটিলতা দেখা দিতে পারে। সহকর্মীদের অনেকের অনপুস্থিতির কারনে কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের অফিশে কর্মচারী সঙ্কট হবে প্রকট। অণৈতিক কোনো সম্পর্কের ফাঁদে পা দেওয়া ঠিক হবে না। রাগ ও জেদের কারনে সম্পর্কের অবনতি হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) : মীন রাশির জাতক জাতিকার দিনটি সন্তানের সাথে সম্পর্ক উন্নয়নের। সন্তানের চাকরির চেষ্টায় সফল হতে পারবেন। পারিবারিক জীবনে রোমান্টিক সম্পর্কের কারনে বিরোধ হতে পারে। শিল্পী ও কলাকুশলীদের কাজের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। হারানো সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: