অগ্নিকাণ্ডের ঘটনায় সেবা দিতে চমেক হাসপাতালে কুবি রোভার সদস্যরা

প্রকাশিত: ০৬ জুন ২০২২, ১১:৪৯ এএম

মোঃ শাহীন আলম, কুবি থেকে: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনায় সেবা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিটের চার সদস্যের একটি দল।

সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তারা। এই দলের সদস্যদের মধ্যে রয়েছেন, সিনিয়র রোভারমেট আব্দুর রহমান, গার্ল ইন সিনিয়র রোভারমেট সুবাহ্ ইয়াসমিন বন্যা, রোভার সদস্য মোঃ হাছান ও মোঃ এমরান।

সিনিয়র রোভারমেট আব্দুর রহমান বলেন, 'রোভার স্কাউট এর মূলমন্ত্রই হচ্ছে সেবা। দেশের এই প্রয়োজনের সময় সেবার নিমিত্তে আমরা কুবি রোভার স্কাউট এর টিম এসেছি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। এই পরিস্থিতিতে আমরা এই কাজ করতে পেরে নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে।'

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: