জমিলার সন্তানের নাম ‘প্লাবন’ রাখলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০৯:৫০ পিএম

জেলা প্রশাসকের কার্যালয়ে জন্ম নেওয়া বানভাসি জমিলা বেগমের ছেলের নাম ‘প্লাবন’ রাখা হয়েছে। তার সন্তানের নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেখেছেন বলে জানা গেছে। শনিবার (১৮ জুন) রাত ৮টায় প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনকে ফোন করে জানান, প্রধানমন্ত্রী নিজে জমিলা বেগমের সন্তানের নাম প্লাবন রেখেছেন। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রবিবার সকালেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জমিলা ও প্লাবনকে নতুন কাপড়, বিছানাপত্র ও নগদ টাকা পৌছে দেবার নির্দেশ দেন।

এর আগে শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরতলির মল্লিকপুরের বাড়ির সামনে কোমর সমান পানিতে দাঁড়িয়ে প্রসব বেদনায় চিৎকার করছিলেন জমিলা বেগম। অসহায় স্বামী মো. সুমন মিয়া একটি নৌকার জন্য যাকেই পাচ্ছিলেন, তার কাছেই সহযোগিতা চাচ্ছিলেন। কোথায় স্ত্রীকে নিয়ে যাবেন, সেই পরামর্শও সবাইকে জিজ্ঞেস করছিলেন। একপর্যায়ে এই সংবাদ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের কাছে এসে পৌঁছায়।

পরে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বণিক হাতে বাওয়া ছোট বারকি নৌকা নিয়ে জমিলার বাড়ির সামনে গিয়ে তার বড় বোন ও স্বামী সুমন মিয়াকে নিয়ে কার্যালয়ে চলে আসেন। তাৎক্ষণিক চেষ্টা করেও ডাক্তার মেলানো যায়নি। অবশেষে বেলা ২টায় জমিলা পুত্র সন্তান প্রসব করেন। জমিলা ও তার পুত্র দুজনেই সুস্থ রয়েছেন। রাত সাড়ে ৮টায় জমিলা ও তার সন্তানের খাবার-দাবারসহ অন্যান্য বিষয়ে সহযোগিতার জন্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত জেলা প্রসাশক জাহাঙ্গীর হোসেনের কাছে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: