ফুলবাড়ীয়ায় উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

প্রকাশিত: ২১ জুন ২০২২, ০৩:০৫ পিএম

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুন) সকালে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ঢাকা এর আয়োজনে ফুলবাড়ীয়া অনার্স কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম এর সভাপতিত্বে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার বলেন, সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষকদের যথেষ্ট ভূমিকা রয়েছে। আপনারাই পারেন বাচ্চাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। বাচ্চাদের সু-শিক্ষা দিবেন তাহলে স্বাধীনতা বিরোধী শত্রুরা মাথাচাড়া দিয়েও কিছু করতে পারবেনা।

বিশেষ অতিথির বক্তব্যে এস ই ডি পি প্রতিনিধি মোঃ মোস্তাইফজুর রহমান বলেন, দক্ষ মানব শক্তি গঠনের লক্ষে সমন্বিত উপবৃত্তি কর্মসূচী গ্রহন করা হয়েছে। আমাদের এ প্রকল্প চালিয়ে নিতে হবে। সেই সাথে কোনো শিক্ষার্থী যেনো ড্রপ আউট না হয় সেদিকে আমাদের (শিক্ষকদের) খেয়াল রাখতে হবে। আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন। এসময় উপজেলা একাডেমী সুপার ভাইজার মহসিনা বেগম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ীয়া অনার্স কলেজ এর অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, কে আই ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, সরকারি ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ওবায়দা প্রমূখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: