খুলনায় অপদ্রব্য মিশ্রিত দূষিত ৫ মন চিংড়িসহ আটক ৩

প্রকাশিত: ২৪ জুন ২০২২, ০৭:১৪ পিএম

খুলনার কয়রা উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে অপদ্রব্য মিশ্রিত দূষিত ৫ মন চিংড়ি মাছ সহ ৩ জনকে আটক করেছে। কয়রা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হকের নেতৃত্বে আজ শুক্রবার (২৪ জুন) সকাল ৭ টায় উপজেলার জিয়াদের মোড়, কালিপদোর মোড় ও মৎস্য কাটায় অভিযান চালিয়ে সুন্দরবন থেকে আহরন কৃত অপদ্রব্য মিশ্রিত দূষিত ৫ মন চিংড়ি মাছ সহ ৩ জনকে আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার ৬ নং কয়রা গ্রামের সদর উদ্দিন হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম (৫৩), পাথরখালী গ্রামের মনসুর সানার ছেলে আলাউদ্দিন (২৩) ও বতুলবাজার গ্রামের শাহাজান ঢালীর ছেলে আলম হোসেন (২১)।

আটককৃত চিংড়ি মাছ জব্দ করে কেরোসিন দিয়ে মাটিতে পুতে ফেলা হয়েছে এবং আটক ৩ ব্যক্তির নিকট থেকে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন মেরিন ফিসারিজ অফিসার বিদ্যুৎ বিশ্বাস ও স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি ধীরাজ কুমার রায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: