বন্যা কবলিত এলাকা গোলাপগঞ্জের বাগলা গ্রাম পরির্দশনে সিলেটের ডিসি

প্রকাশিত: ২৮ জুন ২০২২, ০৮:২২ পিএম

সিলেটের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকা গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রাম পরির্দশন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান।

মঙ্গলবার (২৮ জুন) বাদেপাশা ইউনিয়নের বাগলা শাহী ঈদগাহ বাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ করেন। ত্রাণ বিতরণ শেষে তিনি সেখানের আশ্রয়কেন্দ্র গুলো পরিদর্শন করেন এবং বন্যার সার্বিক ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন।

এসময় তার সাথে ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.গোলাম কবির ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মনসুর আহমদ, বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক জাহিদ হোসাইন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: