পদ্মা সেতু এলাকায় বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ০২ জুলাই ২০২২, ০৫:২১ পিএম

পদ্মা সেতুতে বাসের ধাক্কায় এক বৃদ্ধে মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ১৩ জন আহত হয়েছেন।শনিবার বিকেল ৩টার দিকে টোলপ্লাজার আগে নাওডোবা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মোল্লা (৬০) কিশোরগঞ্জের আগানগর থানার টাগাইয়া গ্ৰামের বাসিন্দা। এ ব্যাপারে জানতে চাইলে পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

সম্প্রতি পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। এ দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয় সরকার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, তাদের একজন বাইক চালাচ্ছিলেন, অন্যজন আরোহী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: