প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ০৮:১৬ পিএম

জাতীয় প্রেসক্লাবের সামনে পাওনা টাকা না পেয়ে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যবসায়ী। আত্মহত্যা চেষ্টাকারী ওই ব্যাক্তি কাজী আনিস (৫০) ঠিকাদারি ব্যবসায়ের সাথে জড়িত। তিনি কুষ্টিয়া কুমারখালি উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা।

সোমবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

জানা গেছে, পাওনা টাকা না পেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এর দুই মাস আগেও তিনি পাওনা টাকার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছিলেন। সে হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পান। ওই কোম্পানি তার পাওনা টাকা দিচ্ছে না। এ নিয়ে এর আগেও মানববন্ধন করেছেন তিনি, কিন্তু কোনও লাভ হয়নি। এরপর বিভিন্ন জায়গায় সহায়তার জন্য গেলেও সহায়তা না পেয়ে আজ দুপুরের দিকে এ ঘটনা ঘটান তিনি।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেড আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন বলেন, তার শরীরের মুখমণ্ডলসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। এখনও অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ যুবকের নাম কাজী আনিস। তার মুখমণ্ডলসহ শরীরের বেশির ভাগ অংশ দগ্ধ হয়েছে। তার চিকিৎসা চলছে। কাজী আনিস কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: