এবার সেই কলেজ থেকে ঢাবিতে ভর্তির সুযোগ পেলেন ৩১ জন

প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ০৮:৫১ এএম

এবার নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একসঙ্গে ৩১ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। সোমবার (০৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ২০২১-২২ ব্যাচের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, ওই প্রতিষ্ঠানের ৩১ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে ২৬ জন ছেলে ও ৫ জন মেয়ে রয়েছে। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম আহমেদ ফারুক বলেন, সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। বরাবরই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে এই কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখছে। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে এক ব্যাচের ৩১ জন ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়া এই ব্যাচ থেকে এ বছর ৩৯ জন মেডিকেলে ও ১৬ জন বুয়েটে সুযোগ পেয়েছে। শিক্ষার্থীদের এই অর্জনে আমরা গর্বিত।

তিনি আরও বলেন, আমরা এখানে শিক্ষার্থীদের গ্রিন-ক্লিন লার্নিং পদ্ধতিতে পড়ানোর চেষ্টা করি। এতে সবার মাঝে প্রতিযোগিতা ও মননশীলতা বৃদ্ধি পায়। এ কলেজে ভর্তি পরীক্ষা অত্যন্ত স্বচ্ছ। মেধাবী শিক্ষার্থীরাই কলেজে পড়ার সুযোগ পায়। কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আমরা এক ধরনের সেতুবন্ধন তৈরি করি। ক্লাসরুমেই সম্পূর্ণ পাঠদান সম্পন্ন করা হয়। এর ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের যাবতীয় প্রয়োজনীয়তা মাথায় রাখা হয়। তবে এ নিয়ে শিক্ষার্থীদের ওপর বাড়তি কোনো চাপ দেওয়া হয় না।

ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া এক শিক্ষার্থী বলেন, আল্লাহর রহমত, বাবা মায়ের দোয়া আর শিক্ষকদের সঠিক দিক নিদের্শনায় ঢাবিতে ভর্তির সুযোগ পেয়েছি। এটা আমার জন্য যে কতটা আনন্দের, তার ভাষা আমার জানা নেই। তবে অনেক ইচ্ছা ছিল বুয়েটে পড়ার। কিন্তু সেখানে মেধাতালিকায় পেছনে থাকার কারণে এখন ঢাবির কম্পিউটার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়তে চাই।

প্রসঙ্গত, নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের পূর্বের নাম ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয় (টেকনিক্যাল কলেজ)। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নাম রাখে। কলেজটিতে কেবলমাত্র বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। কলেজটি থেকে প্রতি বছর উত্তীর্ণ বিপুল সংখ্যক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বুয়েট, মেডিকেল কলেজ, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন। এ বছর বুয়েটেও এক সঙ্গে ১৬ শিক্ষার্থী ভর্তি সুযোগ পেয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: