রাজধানীতে বিলাসবহুল রোলস রয়েস গাড়ি জব্দ

প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ০৫:২৮ পিএম

২৪ কোটি টাকা কর ফাঁকি দিয়ে আমদানি করা বিলাসবহুল রোলস রয়েস গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। অবৈধভাবে চট্টগ্রাম ইপিজেড থেকে বিলাসবহুল রোলস রয়েস গাড়িটি অপসারণ করে ঢাকার বারিধারায় নিয়ে আসা হয়। বুধবার (৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম পরিচালক মো. শামসুল আরেফিন খান।

শুল্ক গোয়েন্দা জানায়, গাড়িটি গত ১৭ মে রাতে ইপিজেড থেকে অবৈধভাবে অপসারণ করে ঢাকার বারিধারায় নিয়ে আসা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দার একাধিক দল বেআইনিভাবে অপসারিত গাড়িটির অবস্থান শনাক্তে কাজ শুরু করে। এক পর্যায়ে গত সোমবার জানা যায়, গাড়িটি আমদানিকারক প্রতিষ্ঠানের এমডির গুলশানের বারিধারার নিজ বাসভবনে লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে গ্যারেজে থেকে গাড়িটি উদ্ধার করা হয়। জব্দ করা গাড়িটি শুল্ক মুক্ত সুবিধা পাবে কিনা তা খতিয়ে দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

শামসুল আরেফিন খান আরও জানান, আটককৃত গাড়িটি শুল্কমুক্ত সুবিধা ঘোষণা দিয়ে আমদানি করা। সিপিসি ১৭০ অনুযায়ী ২০০০ সিসি পর্যন্ত কার আমদানি পর্যন্ত শুল্ক মুক্ত সুবিধা পাবে। আটককৃত গাড়িটি ২ হাজার সিসির বেশি হওয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে না। ফলে এখানে সরকারের ২৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।

এদিকে গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানটি হংকং এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। অপরদিকে বেআইনিভাবে গাড়িটি এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারণ করা এবং শুল্ককর পরিশোধ না করায় অপরাধ করেছে। একইসঙ্গে গাড়িটি কেন ৭০ দিন অতিবাহিত হলেও শুল্কায়ন কার্যক্রম করা হয়নি সে বিষয়ে অনুসন্ধান চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: