নৈশপার্টিতে ছাত্রীর শ্লীলতাহানি, বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহপাঠির বারবিকিউ পার্টিতে গিয়ে শ্লীলতাহানির অভিযোগে উঠেছে। অভিযোগের ভিত্তিতে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কুমার অনিমেষ ভট্টাচার্যকে (৪২) গ্রেপ্তার করেছে। শুক্রবার (৮ জুলাই) দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেন।
মোহাম্মদ মহসীন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ জুলাই) গভীর রাতে উত্তরার ১৩ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নাহিদুল হক (২৫) নামে একই বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের আরও এক শিক্ষার্থী জড়িত আছেন। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভুক্তভোগী শিক্ষার্থী তার অভিযোগে জানান, গত ৬ জুলাই রাতে নাহিদ ওই শিক্ষার্থীকে বারবিকিউ পার্টির আমন্ত্রণ জানান। পার্টিতে কে কে আছে জানতে চাইলে ভুক্তভোগীকে নাহিদ জানায়, কয়েকজন সহপাঠী ও শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্য আছেন।
তখন ভুক্তভোগী জানায়, এত রাতে আসা সম্ভব না। কিন্তু নাহিদের জোর করলে ওই পার্টিতে আসতে রাজি হন তিনি। সে তার ছোট দুই ভাইকে নিয়ে উত্তরা ১৩ নম্বর সেক্টরে আসেন।
তিনি আরও জানান, ভুক্তভোগী তার ছোট দুই ভাইকে ‘স্যারের সাথে দেখা করে চলে আসব’ বলে নিচে অপেক্ষা করতে বলেন। এদিকে নাহিদের বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষক অনিমেষ দরজা বন্ধ করে ওই শিক্ষার্থীর শ্লীলতাহানি করেন। এরপর ভুক্তভোগী সেখান থেকে পালিয়ে আসেন। পরে অভিযুক্ত শিক্ষক ও সহপাঠী নাহিদ তাকে ফোন করে এ ঘটনা কাউকে না বলার হুমকিও দেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: