রাজধানীতে জাল টাকার কারখানা, গ্রেপ্তার ৪

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গরুর হাটসহ রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে জাল নোট সরবরাহকারী চক্র। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জাল টাকা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে বিপুল জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। আজ শুক্রবার (৮ জুলাই) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এময় তাদের কাছ থেকে বিপুল পরিমানে জাল টাকা বানানোর সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—রফিকুল ইসলাম ছাকির, আবু বক্কর রিয়াজ প্যাদা, মনির হোসেন ও বিউটি আক্তার। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানের ১ নম্বর রোডের ব্লক-ডি’র ৫২ নম্বর বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকারের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, পাঁচটি স্কিন প্রিন্ট ফ্রেম, চার হাজার পিস জাল নোট তৈরির সাদা কাগজ, একটি সিকিউরিটি থ্রেট পেপার রোল, পাঁচটি প্লাস্টিকের সাদা কালির কৌটা, দুটি এন্টি কাটার ইত্যাদি জব্দ করা হয়। এ ছাড়া ১০০০ টাকা ও ৫০০ টাকা মূল্যের ৪৮ লাখ জাল টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন জালনোট তৈরি করে প্রতিনিধির মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন জেলায় সুকৌশলে লাভবান হওয়ায় উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে বাজারজাত করতেন। এ সংক্রান্তে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: