এক ছক্কায় তামিমের ‘সেঞ্চুরি’

প্রকাশিত: ১১ জুলাই ২০২২, ০৬:৩২ পিএম

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ বরাবরই ভালো দল, আরও একবার মাঠের খেলায় তার প্রমাণ মিললো। টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধরাশায়ী হওয়া টাইগাররা ওয়ানডেতে করেছে দুর্দান্ত সূচনা। রোববার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ের শুরুটা দুর্দান্ত ছিল তামিম ইকবালের। মাত্র ১৫০ রানের লক্ষ্যে আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন টাইগার অধিনায়ক। দুর্ভাগ্যবশত রানআউটে কাঁটা পড়ার আগে মাত্র ২৫ বলে চারটি চার ও এক ছয়ে করেছেন ৩৩ রান।

এই ইনিংস খেলার পথে হাঁকানো একমাত্র ছক্কার সুবাদে অন্যরকম এক সেঞ্চুরিও হয়ে গেছে দেশসেরা ওপেনারের। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১০০ ছক্কা হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছেন তিনি। অ্যান্ডারসন ফিলিপের বলে ফাইন লেগে ছক্কা মেরে এ মাইলফলক স্পর্শ করেছেন তামিম।

বাংলাদেশের প্রথম হলেও বিশ্ব ক্রিকেটে তামিমের আগে ওয়ানডে ফরম্যাটে ১০০ ছক্কা হাঁকিয়েছেন আরও ৩৯ জন ব্যাটার। সবচেয়ে বেশি ৩৫১টি ছক্কা শহিদ আফ্রিদির। এছাড়া তিনশর বেশি ছক্কা হাঁকানো দ্বিতীয় ব্যাটার হলেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল।

বাংলাদেশের পক্ষে তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ ছক্কা রয়েছে মুশফিকুর রহিমের। এছাড়া অন্তত ৫০টি ছক্কা হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৭২) ও মাশরাফি বিন মর্তুজা (৬২)। সাকিব আল হাসান এখন পর্যন্ত ওয়ানডেতে ৪৬ ছক্কা হাঁকিয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: