বুড়িচংয়ে ৯২ ব্যাচ শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষক সম্মাননা প্রদান

প্রকাশিত: ১২ জুলাই ২০২২, ০৯:২০ পিএম

কুমিল্লায় বুড়িচংয়ে এসএসসি ৯২ ব্যাচ শিক্ষার্থীদের উদ্যোগে প্রাক্তন ১০ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। ‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গনে, এসো মিলি প্রাণের বন্ধনে’ এই স্লোগানে কুমিল্লার ভরাসার বহুমূখী উচ্চ বিদ্যালয় এসএসসি ১৯৯২ ব্যাচ বন্ধু ফোরামের ঈদ পুনঃমিলনী ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সাবেক শিক্ষার্থীরা একে একে নিজেদের পরিচয় তুলে ধরেন। এছাড়াও নিজেদের স্কুল দিনের স্মৃতিচারণ করেন। পরে স্কুলের বর্তমান ও সাবেক ১০ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

বন্ধু ফোরামের সভাপতি আবু হানিফের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মানিকের উপস্থাপনায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোছলে উদ্দিন, ছিদ্দিকুর রহমান, দেলোয়ার হোসেন, হুমায়ূন আহমেদসহ আরো অনেকে।

বন্ধু ফোরামের সহ-সভাপতি এনামুল হক, আবদুল হান্নান, জাকির হোসেন, আবু তাহের, সাধারণ সম্পাদক ইকবাল মোর্শেদ, যুগ্ম সম্পাতক দেলোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা জান্নতুল ফেরদৌস নীলানসহ ফোরামের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

বন্ধু ফোরামের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মানিক বলেন, দীর্ঘদিনের ইচ্ছে ছিলো আমরা বন্ধুরা এক হবো। আনন্দ করবো। সে লক্ষ্যে সবাইকে জানাই। বন্ধুরা রাজি হয়। দীর্ঘদিন পর সবাইকে একসঙ্গে পেয়ে আমরা অনেক আনন্দ করেছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: