ফ্লাইওভারের গার্ডার পড়ে একজনের মৃত্যু

গাজীপুরে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের লঞ্চিং গার্ডার গাড়িতে নিয়ে যাওয়ার সময় কাত হয়ে পড়ে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এ সময় এক পথচারীও আহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর চৌধুরীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরাপত্তাকর্মীর নাম জিয়াউর রহমান (৩০)। সে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মধ্য সালকোনা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের কাজ করার সময় লঞ্চিং গার্ডার টেইলার গাড়িতে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। একপর্যায়ে লঞ্চিং গার্ডারটি টেইলার থেকে কাত হয়ে পড়ে গেলে তা ফ্লাইওভারের কাজে কর্মরত এক শ্রমিকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর এক শ্রমিক ও এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: