বিচ্ছেদ; মাহির বললেন ‘তানিয়া আপু, বুকটা হুহু করে উঠল’

দেশের শোবিজ জগতের সফল ও জনপ্রিয় দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদ।একজন গানের ভুবনে নিজেকে মেলে ধরেছেন, আরেকজন অভিনয় ও নির্মাণে নিজেকে মেলে ধরেছেন। ১৯৯৯ সালে বিয়ের পর থেকে সুখেই সংসার করে যাচ্ছিলেন এই তারকা দম্পতি। তবে বিয়ের দীর্ঘ ২৩ বছর পরে ভেঙ্গে গেছে তাদের সংসার। এমনকি বিচ্ছেদের ধাক্কা সামলে নতুন সংসারও পেতেছেন টুটুল।এরইমধ্যে দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন তিনি।
ইতিমধ্যে তাদের বিচ্ছেদ ও বিয়ের খবর প্রকাশ্যে আসায় হতবাক ভক্তরা। শোবিজের অন্য তারকারাও অবাক হয়েছেন। চিত্রনায়িকা মাহিয়া মাহির মনেও ধাক্কা দিয়েছে টুটুল-তানিয়ার এই ডিভোর্সের খবর। ফেসবুকে অকপটে বলেও ফেললেন সে কথা। মাহি বললেন, ‘তানিয়া আপু, বুকটা হুহু করে উঠল। তবুও যার যেখানে শান্তি মেলে, তার ঠাঁই সেখানেই হোক। শুভকামনা।’
এর আগে আজ সোমবার (১৮ জুলাই) দুপুরে প্রকাশ্যে আসে এস আই টুটুল ও তার নতুন স্ত্রী সোনিয়ার ছবি। জানা গেছে, গত ৪ জুলাই তারা বিয়ে করেছেন। দু’জনেই বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এদিকে তানিয়া আহমেদ বলেছেন, টুটুলের সঙ্গে তার সম্পর্কের অবনতি আগেই হয়েছে। নিয়ম-নীতি মেনেই নতুন বিয়ে করেছেন টুটুল। তিনি প্রাক্তন স্বামীর জন্য শুভকামনাও জানিয়েছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: