শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ০২:০৭ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভূমিহীন ও গৃহহীন ২৫টি পরিবার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর ও জমি। "কোন মানুষ গৃহহীন থাকবে না" প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষ উপলক্ষে দেয়া এই অঙ্গীকারকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য এ বাসগৃহ নির্মাণ করা হয়।

বৃহস্পতিবার (২১ জুলােই) সকাল ১০ টায় উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন আয়োজিত এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, ওসি শাহিদ মাহমুদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত।

এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, সূধীজন ও গৃহহীন ২৫টি পরিবার উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্স শেষে অতিথিরা ২৫ জন গৃহহীন পরিবারের হাতে তাদের জন্য নির্ধারিত ঘরের চাবি তুলে দেন।

উল্লেখ্য, এ প্রকল্পে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নে ২৫টি ঘর নির্মাণ করা হয়। দুটি বেডরুম, একটি বাথরুম, একটি কিচেন রুম ও একটি কমন স্পেসের এ প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ২ লাখ ৫৯ হাজার ৫শত টাকা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: