তাহিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ০৮:৩৬ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উল্লেখ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে র‍্যালী শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কায্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা ইউএইচএফপিও ডাঃ মির্জা রিয়াদ হাসান, মামনি উপজেলা কোঅডিনেটর নাসের আখঞ্জি, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী অনুপম পুরকায়স্থ প্রমুখ।

এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কায্যালয়ের মাঠকর্মীসহ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এসময় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসাবে তাহিরপুর সদর ইউনিয়ন টিটু বিশ্বাস, শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা হিসাবে বাদাঘাট উত্তর ইউনিয়নের লোপা রানী পাল, শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারী হিসাবে খ ইউনিট তাহিরপুর সায়্যিদা আক্তার মুক্তা ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদ হিসাবে সম্মাননা ক্রেষ্ট হাতে তুলে দেয় হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: