সরকারি কর্মকর্তাদের গাড়ির তেলের বরাদ্দ কমলো

প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ০৯:৩৯ এএম

সরকারি কর্মকর্তাদের গাড়ির জ্বালানি খরচ ২০ শতাংশ কমিয়েছে সরকার। জ্বালানি সাশ্রয় ও ব্যয় সংকোচনে বেশ কয়েকটি পদক্ষেপের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের গাড়ি ব্যবহারে পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট বাবদ বরাদ্দের ৮০ শতাংশের বেশি খরচ করা যাবে না। এ খাতে বেঁচে যাওয়া অর্থ অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। এছাড়া, বিদ্যুৎ খাতে বরাদ্দ করা অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে।

এর আগে বুধবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস জানিয়েছিলেন, সরকারি সব অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ এবং জ্বালানি খাতে বাজেট বরাদ্দের ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: