নড়াইলে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ০৮:০১ পিএম

নড়াইলে সাম্প্রদায়িক হামলা, অগ্নি সংযোগ ও লুটপাটের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকেল ৫টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে খেলাঘর গোপালগঞ্জ জেলা শাখা ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করে।

কেন্দ্র ঘোষিত এ প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন, খেলাঘর গোপালগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মশিউর রহমান, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মাহবুবুর রহমান শিপন,
উদীচী শিল্পী গোষ্ঠি গোপালগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু, খেলাঘর সংগঠক রনেন মন্ডলসহ আরো অনেকে।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা অসাম্প্রদায়িকতা আজ ভূলুন্ঠিত। দেশে ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল গোষ্ঠি নানান অজুহাতে ধর্মীয় জাতীগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, অত্যাচার-নির্যাতন করছে। বিচারহীনতার কারণে অপরাধিরা বেপরোয়া হয়ে উঠেছে। তাই অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান বক্তরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: