লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ০৯:০৭ পিএম

জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, লোডশেডিং ব্যাবস্থা নিয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে। এর জন্য আরও এক সপ্তাহ পরিস্থিতি পর্যালোচনা করবো। আজ শুক্রবার (২২ জুলাই) সকালে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এ সময় জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এখন প্রতিদিন দেড় হাজার থেকে দুই হাজার মেগাওয়াটের মতো লোডশোডিং চলছে। তবে এটা সাময়িক সিদ্ধান্ত। তিনি বলেন, গ্রাহকরাও বর্তমান পরিস্থিতিকে একটি বিশেষ সময় বলে মনে করছেন। এক সপ্তাহ, ১০ দিন পরিস্থিতি পর্যালোচনা করব। আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা করা হবে।

নসরুল হামিদ বলেন, বর্তমানে দেশের মোট ডিজেলের মাত্র ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। বাকি ৯০ শতাংশ সেচ ও পরিবহণ খাতে ব্যবহার হয়ে থাকে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: