প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মনিরুল ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে লজ্জাবতী বানর উদ্ধার, পরে অবমুক্ত

   
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, ২২ জুলাই ২০২২

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকেলে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব ঘাগটিয়া গ্রামে এই বানরটি উদ্ধার করে সন্ধ্যায় বনে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে বন বিভাগের কুলাউড়ার রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে জয়চন্ডীর পূর্ব ঘাগটিয়া গ্রামের বাসিন্দা আলমগীর মিয়ার বাড়িতে লজ্জাবতী বানরটিকে পাওয়া যায়। খবর পেয়ে সন্ধ্যায় বন বিভাগের লোকজন বানরটিকে উদ্ধার করে আনেন। পরে স্থানীয় হারারগজ সংরক্ষিত বনের বেকিছড়া এলাকায় বানরটিকে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: