বাবা তাজউদ্দিনের জন্মবার্ষিকীতে সোহেল তাজের আক্ষেপের পোস্ট

প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ০৮:২৫ পিএম

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমদের ৯৭তম জন্মবার্ষিকী আজ। বাবা বঙ্গতাজের জন্মদিনক ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের নিচে মন্তব্য করেছেন ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। মন্তব্যের ঘরে তিনি লিখেন, 'আজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং স্বাধীনতা সংগ্রাম চলাকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদের ৯৭তম জন্মবার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক ফেইজ থেকে অন্তত একটা পোস্ট আশা করেছিলাম'।

এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের ফেসবুক পেজে থেকে তাজউদ্দীন আহমদের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করে ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেওয়া হয়। যদিও সোহেল তাজের পোস্টের পর বঙ্গতাজকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় আওয়ামী লীগের ফেসবুকে পেইজে। তবে ব্যাখ্যায় বলা হয় বেশি ট্রাফিকের কারণেই পোস্ট দিতে দেরি।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দীন আহমদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনায় সফল ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৭৪ সালের ২৬ অক্টোবর বঙ্গবন্ধুর নির্দেশে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবার নিহত হওয়ার পরদিন তাজউদ্দীন আহমদ গৃহবন্দী হন। ওই বছরের ২২ আগস্ট তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাগারে বন্দী অবস্থায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর অপর তিন জাতীয় নেতার সঙ্গে তাকেও নির্মমভাবে হত্যা করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: