শতাধিক সংসদ সদস্য নিয়ে সংসদে যাবো: বিদিশা

জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শতাধিক সংসদ সদস্য নিয়ে সংসদে যাবো। তিনি বলেন, আপনাদের কথা দিচ্ছি, জাতীয় পার্টি আগামীতে ১০০ জন সংসদ সদস্য নিয়ে পার্লামেন্টে যাবো। আজ শনিবার (২৩ জুলাই) রাজধানীর বারিধারায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিদিশা বলেন, এরিকের বাবার (হুসেইন মুহম্মদ এরশাদ) মৃত্যুর পর জাতীয় পার্টিকে উদ্ধার করেছি। তিনি বলেন, গোলাম মুহাম্মদ কাদের দলের নেতাকর্মীদের বহিষ্কার করেছেন, তারা এসে আমার পাশে দাড়িয়েছে। আজকে আমি আবেগে আপ্লুত। এরশাদ বেঁচে থাকলে এরিক ও আমাকে নিয়ে গর্ব করতেন। জাতীয় পার্টির নেতাকর্মীরা আবার দলে ফিরে এসেছেন।
তিনি আরও বলেন, আমি ও এরিক তার বাবাকে নিয়ে আলোচনা করছিলাম এরমধ্যেই এরিক বলছে ১৪ জুলাই বাবার মৃত্যুবার্ষিকীর দিন যেন সরকারি ছুটি ঘোষণা করা হয়। এরিক বাবাকে নিয়ে স্মৃতিচারণ করে তখন পেছনে অনেক স্মৃতি সামনে আসে। তখন আসলে কোনটা বলবো, আর কোনটা বলবো না ভুলে যাই।
জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শতাধিক সংসদ সদস্য নিয়ে সংসদে যাবো। তিনি বলেন, আপনাদের কথা দিচ্ছি, জাতীয় পার্টি আগামীতে ১০০ জন সংসদ সদস্য নিয়ে পার্লামেন্টে যাবো। আজ শনিবার (২৩ জুলাই) রাজধানীর বারিধারায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: