বুড়ি হয়ে গেলে তোমরা তো ক্রাশ বলতে পারবা না: পূর্ণিমা

বিয়ে করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তার বিয়ের খবর সামনেই আসতই অনেকের মন ভেঙেছে আবার অনেকেই শুভেচ্ছা জানিয়েছে। এরই মধ্যে কিছুদির আগে ৪১ এ পা রাখা পূর্ণিমার রূপ নিয়ে নেটমাধ্যমে চলে নানা মন্তব্য। অনেকেই মন্তব্য করতে গিয়ে তাকে ‘তিন প্রজন্মের ক্রাশ’ তকমা দিয়েছেন। কেউ বলছেন, তাঁর ‘বুড়ি’ হওয়া বহু দূর। তিনি যে অনেকের ক্রাশ, তা জানা বাকি নেই স্বয়ং নায়িকার। পূর্ণিমাও জানেন, বয়স একটি সংখ্যা মাত্র। এক পুরোনো সাক্ষাৎকারে সেই ইঙ্গিতও দিয়েছিলেন এ ঢালিউড ডিভা।
অভিনয়জীবনের ২০ বছর পূর্তিতে একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে চলচ্চিত্রযাত্রার কথা বলতে গিয়ে পূর্ণিমা বলেছিলেন, ‘ক্যারিয়ারের ২০ বছর আর দীর্ঘ জার্নি নিয়ে একটু ছোট করে বলি। দীর্ঘ জার্নি নিয়ে বলতে গেলে তো আসলে দুই লাইনে বলে শেষ হবে না। কিন্তু এটা একটা ঝামেলা হয়েছে, এই দীর্ঘ ২০ বছরে মানুষ অনেকে অনেক কিছুই আমাকে ধারণা করে। একে তো হচ্ছে আমার বয়স নিয়ে। আমি ২০ বছর ক্যারিয়ারই করেছি, আমার কি তাহলে ৪০, ৫০? অনেকে অনেক ধরনের... ফেসবুকে যেহেতু আমরা লাইভে আছি, অনেক বাজে কমেন্ট করা শুরু করে। আমি কবে বুড়ি হব, কবে আমার বয়স হবে, মানে আমাকে হয় বুড়ি দেখার জন্যই দর্শকেরা খুব মুখিয়ে আছে। আমি বুড়ি হয়ে গেলে তখন তো তোমরা ক্রাশটা লিখতে পারবা না। আর মানুষ বয়সের সাথে বুড়ি হবেই। তোমাদেরও মা আছে, বোন আছে, সবাই বয়সের সাথে সাথে বুড়ি হবে।’
পূর্ণিমা যুক্ত করেন, ‘এত অস্থির কেন আমাকে বুড়ি দেখানোর জন্য?... তোমরা অ্যাপ্রিশিয়েট করো... হ্যাঁ, আমি এখনও পর্যন্ত আছি, ভালোভাবে কাজ করছি এবং তোমাদের ভালো ভালো কাজ দিতে পারছি। সেটা অ্যাপ্রিশিয়েট করো। কে বুড়ি হলো, কার বয়স কী, কে কোথায় চলে যাচ্ছে, বদনামগুলো না করো।’
২১ জুলাই (বৃহস্পতিবার) রাতে হুট করে খবর, ফের বিয়ে করেছেন পূর্ণিমা। বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে গত ২৭ মে বিয়ের পিঁড়িতে বসেছেন। এই খবর নায়িকা জানিয়েছেন গতকাল, দুই মাস পর। তার বিয়ে প্রসঙ্গে পূর্ণিমা জানিয়েছেন, ‘তিন বছরের বন্ধুত্ব আমাদের। দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: