মেঘনা নদী পাড়ি দিয়ে সাঁতরে এলো ৫ মহিষ

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ০৩:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদী সাতঁরে এলো ৫টি বড় মহিষ। শুক্রবার (২২ জুলাই) রাতে মহিষগুলো সাঁতরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের মেঘনা নদী তীরবর্তী পরমানন্দপুর গ্রামে এসে উঠে। পানিতে মহিষ ভেসে আসার খবর শুনে গ্রামের শতশত মানুষ মহিষ দেখতে ভিড় করছে।

স্থানীয় পরমানন্দপুর গ্রামের বাসিন্দা হান্নান ভুঁইয়া বিডি২৪ লাইভকে জানান, শুক্রবার সন্ধ্যায় মেঘনা নদী পাড়ি দিয়ে মহিষগুলো সাঁতরে এসে আমাদের গ্রামে এসে উঠে। শনিবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত মহিষগুলো মালিকের সন্ধান পাওয়া যায়নি। মহিষগুলো বর্তমানে পরমানন্দপুর পশ্চিম পাড়ার বশির মিয়া ও ইউপি সদস্য সুজন আহমেদের জিম্মায় আছে।

ওই গ্রামের বাসিন্দা ইউপি সদস্য সুজন আহমেদ বিডি২৪লাইভকে বলেন, বিভিন্ন জায়গায় আমরা ফোনে যোগাযোগ করেছি। এখনও মালিক খোঁজে পাইনি। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। উপযুক্ত প্রমাণ পেলে মহিষগুলো মালিককে ফেরত দেওয়া হবে। ধারণা করা হচ্ছে মহিষগুলো পার্শ্ববর্তী মেঘনা নদী ঐ পাড় কিশোরগঞ্জ জেলার কোন চর এলাকা থেকে মেঘনা নদী সাঁতরে পথ ভুলে এখানে এসেছে।

এই ব্যাপারে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আহমেদ বিডি২৪ লাইভক্র বলেন, পানিতে ভেসে আসা জীবিত মহিলাগুলো সম্পর্কে ওসি স্যার,ইউপি চেয়ারম্যানসহ আমরা অবগত আছি। বিভিন্ন থানায় মহিষের মালিকের সন্ধানে মেসেজ পাঠানো হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: