ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ০৫:৫৯ পিএম

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: "নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু'র বাংলাদেশ" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী শহরের বিশেষ বিশেষ সড়ক ঘুরে এসে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু সামছুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার ভূমি শামিমা আক্তার জাহান,উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া,সমাজ সেবা কর্মকতা মোঃ আখতারুজ্জামান প্রমুখ।

মৎস্য সপ্তাহের উদ্বোধন শেষে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা সমাজসেবা দফতরের উদ্যোগে ক্যানসার লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, কিডনী,প্যারালাইসড ও দুরারোগ্য সাতজন রোগীর মাঝে সাড়ে তিন লাখ টাকা ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুই উপজেলার ৪৬ জনকে ২৫ লাখ টাকা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ১২০জনের প্রতিজনকে ১২হাজার টাকার চেক প্রদান করেন এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: