রৌমারীতে ১০৯টি শিখন কেন্দ্রের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ০৬:৪৬ পিএম

আবু সাইদ, রৌমারী (কুড়িগ্রাম) থেকে: রৌমারী উপজেলায় ১০৯টি উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের উদ্বোধন ও ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি। ১০৯টি শিখন কেন্দ্রে মোট ৩২৭০জন ঝরে পড়া শিশুরা পড়াশোনা করার সুযোগ পাবে।

রবিবার (২৪ জুলাই) উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহযোগিতায় সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে) বাস্তবায়নে উপজেলার বাগুয়ারচর উপানুষ্ঠানিক শিখন কেন্দ্র থেকে একযোগে রৌমারী উপজেলায় ১০৯টি চালু কর হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) মোঃ আশরাফুল আলম রাসেল, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কুড়িগ্রামের সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মিনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, বন্দবেড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সরকার(যুদ্ধাহত মুক্তিযুদ্ধা), সিএসডিকে নির্বাহী পরিচালক মোঃ আবু হানিফ মাস্টার, সহকারী পরিচালক মোঃ আমির হোসেন সহ প্রমূখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: