মেহেরপুরে প্রাচীর থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে প্রাচীর থেকে পড়ে সুমাইয়া খাতুন (০৭) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ জুলাই) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। শিশু সুমাইয়া খাতুন উপজেলার করমদি গ্রামের পশ্চিম পাড়ার ইসলাম হোসেনের মেয়ে ও স্থানীয় সরকারের প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া খাতুন তার বাড়ির পাশে নানির বাড়িতে বেড়াতে গিয়ে বাড়ির গেটের প্রাচীরের উপর উঠে ফুল গাছের চারা লাগাতে যায়। এ সময় গেটের উপর দেওয়া ছাদ ভেঙে সুমাইয়া খাতুন চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া আফরোজ বলেন, হাসপাতালে নেয়ার পূর্বেই মাথায় আঘাত জনিত কারণে সুমাইয়া খাতুনের মৃত্যু হয়েছে।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, বিষয়টি আমার জানা নেই খোঁজ খবর নিচ্ছি।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: