রাত ৮ পর দোকান খোলা রাখায় জরিমানা

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১২:২১ এএম

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সরকারি নির্দেশনা না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (২৪ জুলাই) সরকারি নির্দেশনা না মেনে রাত আটটার পর দোকানপাট খোলা রাখায় সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারীর নেতৃত্বে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা না মেনে রাত আটটার পর দোকানপাট খোলা রাখায় উপজেলার এমএ মুমিত আসুক চত্বর (জাঙ্গীরাই চৌমুহনী), কামিনীগঞ্জ বাজার, ভবানীগঞ্জ বাজার ও কাটানালাপাড়ে অভিযান পরিচালনা করা হয়।এ সময় সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী‌ মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ টি মামলায় মোট ২৬০০ টাকা জরিমানা আদায় করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: