প্রচ্ছদ / সারাবিশ্ব / বিস্তারিত

ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ২০

   
প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, ২৫ জুলাই ২০২২

ছবি: এনটিভি

ভারতের উত্তর প্রদেশের পূর্বাচল এক্সপ্রেসওয়েতে দুটি বাসের সংঘর্ষে আটজন মারা গেছে এবং প্রায় ২০ জন আহত হয়েছে। সোমবার (২৫ জুলাই) লখনউ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বারাবাঙ্কি জেলায় এ সংঘর্ষটির ঘটনা ঘটে। এতে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এবং তাদের চিকিৎসার জন্য লখনউয়ের ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে। দুটি বাসই বিহার থেকে দিল্লি যাচ্ছিল। খবর এনডিটিভি।

একজন কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, লোনি কাটরা থানা এলাকার নরেন্দ্রপুর মাদ্রাহা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুটি বাসই বিহারের সীতামারহি এবং সুপল থেকে দিল্লি যাচ্ছিল। ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে।

কর্মকর্তারা আরও জানান, আহতদের সিএইচসি হায়দারগড় কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে তিনজনকে চিকিৎসার জন্য লখনউয়ের ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে।

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: