পদ্মা সেতু চালু হওয়ার একমাস

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ০৩:৩৫ পিএম

আজ সোমবার (২৫ জুলাই) স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার এক মাস। প্রথম মাসেই এ সেতু থেকে সুফল পাচ্ছে দেশসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণ। স্বপেনর সেতুর কারণে এবারের ঈদ যাত্রায় ফেরিতে পদ্মা নদী পারাপারের দুর্ভোগ পোহাতে হয়নি ঘরমুখো মানুষদের।

সেতু কর্তৃপক্ষ জানায়, উদ্বোধনের পর দিন ২৬ জুন থেকে সেতুতে গাড়ি চলাচল শুরু হয়। গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন গাড়ি চলাচল শুরু হয়। তবে দুর্ঘটনার মুখে সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়।

পদ্মা সেতু দিয়ে চার ঘণ্টায় বরিশাল, যশোর এবং পাঁচ ঘণ্টায় খুলনায় যাচ্ছে বাস। সময় কম লাগছে পণ্যবাহী গাড়িগুলোরও। এতে দূরত্ব কমেছে, জ্বালানিও সাশ্রয় হচ্ছে। এ পর্যন্ত সেতুর উভয়প্রান্তে একাধিক দুর্ঘটনা ৫ জন মারা গেছে।

প্রকল্পের সমীক্ষা অনুযায়ী, ২০২৫ সালে দৈনিক ৪১ হাজার ৫৫০টি যানবাহন পদ্মা সেতু পারাপার হবে। পদ্মা সেতু নির্মাণে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা ঋণ দিয়েছে অর্থ বিভাগ। ১ শতাংশ সুদে ৩৫ বছরে ১৪০ কিস্তিতে ৩৬ হাজার ৪৪১ কোটি টাকা পরিশোধ করবে সেতু বিভাগ।

পদ্মা সেতু চালুর পর এবারের ঈদযাত্রার ফেরিঘাটের দুর্ভোগ কমেছে। যান সংকটে মাওয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। আরিচায় আগের সেই দীর্ঘ সারি নেই। সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বরিশাল ডিপোর ম্যানেজার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ঈদের সময়ে চার থেকে সাড়ে চার ঘণ্টায় ঢাকা থেকে বাস এসেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: