২৪ ঘণ্টায় মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৬০

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও ১ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট ২ হাজার ২০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আজ নতুন আক্রান্ত ৬০ জনের মধ্যে ২০ জন ঢাকার বাইরের। জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বাইরে ২০ জনসহ দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে মোট ২৭৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত ১ হাজার ৯২৩ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা রয়েছে বেশি। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: