বউয়ের সাথে ঝগড়া করার খবর চাকরিতে জানাই না: মুশফিককে খোঁচা সুজনের

দেশের ক্রিকেটারদের আরও পেশাদার ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সোমবার (২৫ জুলাই) রাজধানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের জন্য আজ মধ্যাহ্নভোজের আয়োজন করেছিল বিসিবি’র ক্রিকেট অপারেশন্স। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন সুজন।
জিম্বাবুয়ে সিরিজে দল থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহিম। বিসিবি আনুষ্ঠানিকভাবে বলছে, মুশফিককে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে। তবে ক্রিকেট পাড়ায় গুঞ্জন রয়েছে, টি-টোয়েন্টির দল থেকে আসলে তাকে বাদ দেওয়া হয়েছে। সেই গুঞ্জনের মাঝেই সম্প্রতি মুশফিকের দুটি ফেসবুক পোস্ট বেশ বিতর্কের জন্ম দেয়। এ বিষয়ে কথা বলেছেন সুজন।
জাতীয় দলের এই ডিরেক্টর বলেন, ‘এগুলো অনেকের ব্যক্তিগত ব্যাপার। এসব নিয়ে কথা বলতে পারি না। আজ আমি স্পষ্টভাবে সবাইকে পেশাদারিত্ব তৈরি করতে বলেছি। আমাদের ক্রিকেট সংস্কৃতি গড়ে তুলতে হবে, পেশাদার হতে হবে। দল থেকে বাদ পড়লে স্বাভাবিকভাবেই অনেকের মন খারাপ হতে পারে।’
ক্রিকেটারদের মনস্তাত্ত্বিকভাবে দৃঢ়চেতা হওয়ার ওপর জোর দিয়ে সাবেক ক্রিকেটার সুজন বলেন, ‘ক্রিকেট একটা মানসিক খেলা। মানসিক চাপই সবচেয়ে বেশি। যতক্ষণ পর্যন্ত এই সংস্কৃতি গড়ে তুলতে না পারব ততক্ষণ পর্যন্ত ভালো করতে পারব না। আমার চাকরির খবর তো বাসায় জানাই না বা বাসার খবর তো চাকরিতে এসে জানাই না যে বউয়ের সাথে ঝগড়া করে এসেছি। এখানেও এরকম। পেশাদার হওয়া জরুরী। ভেতরের কথা বাইরে যাওয়াও উচিৎ না। যে-ই দিচ্ছে, যারাই দিচ্ছে, এটা স্বাস্থ্যকর না।’
তবে ক্রিকেটাররা এসব ‘ভুল’ শুধরে দায়িত্বশীল হবেন বলে বিশ্বাস সুজনের, ‘মানুষ ভুল থেকে শিখে। ভুল তো সবাই করি, না? আমি মনে করি আজকের পর থেকে আর এসব হবে না। আজকের পর থেকে জাতীয় দলের সবাই দায়িত্বশীল হবে। তারা বাংলাদেশের আইকন। শুধু মাঠে খেলা না, মাঠের বাইরেও অনেক খেলা আছে, যা সাবধানতার সাথে খেলতে হবে। আমি মনে করি আজকের পর থেকে আরও দায়িত্বশীল বাংলাদেশ দল দেখব। আমরা হারলেও যেন সেরাটা দিয়ে চেষ্টা করার সন্তুষ্টি থাকে। মাঠের বাইরের শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব, এটা প্রমিজ করতে পারি।’
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: