প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

বনানীতে স্থায়ী হচ্ছে মোশাররফ রুবেলের কবর

   
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ২৫ জুলাই ২০২২

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের কবর বনানী কবরস্থানে স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গত ১৯ এপ্রিল ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ৪০ বছর বয়সে মৃত্যু বরণ করেন। এই ক্রিকেটারকে বনানীর কবরস্থানে দাফন করা হয়। তবে কবরটা ছিল অস্থায়ী। স্ত্রী ফারহানা চৈতি প্রধান মন্ত্রীর নিকট কবরটি স্থায়ী করণের আবেদন করেন। এরপর মেয়র আতিকুল ইসলাম কবরটি স্থায়ী করার সিদ্ধান্ত জানান।

মেয়র আতিকুল ইসলাম পবিত্র হজ পালনের জন্য এখন মক্কায় রয়েছেন। সেখান থেকে তিনি জানান, প্রয়াত রুবেল দেশের জন্য খেলে গেছেন। তাঁর অবদান দেশের মানুষকে গর্বিত করেছে। সে কারণে তাঁর কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব বলে মনে করছি।

মেয়র আরও বলেন, রুবেল বিশ্বজুড়ে দেশের সুনাম ছড়িয়েছেন। তার জন্য এক টুকরো মাটি পাবে না, তা হতে পারে না।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: