জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন তিন ক্রিকেটার

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১০:৩৭ এএম

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলতে দুই গ্রুপে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সোমবার (২৫ জুলাই) মধ্যরাতে হারারের উদ্দেশে দেশ ছেড়েছে টাইগারদের প্রথম বহর। বাকিরা মঙ্গলবার মধ্যরাতে জিম্বাবুয়ের উদ্দেশে যাত্রা করবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, এ বহরে তিন ক্রিকেটার ওপেনার মুনিম শাহরিয়ার, ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং পেসার হাসান মাহমুদ ছাড়াও তাদের সহযাত্রী ছিলেন লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল এবং ফিজিও মুজাদ্দেদ আলফে সানি।

বাংলাদেশের ক্রিকেটাররা দুই ভাগে আফ্রিকার দেশটির উদ্দেশে রওয়ানা হবেন বলে আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি দলের বাকি সদস্যরা ২৭ জুলাই এবং ওয়ানডে দলের যারা টি-টোয়েন্টি স্কোয়াডে নেই তারা আগামী ২৯ জুলাই দিবাগত রাতে দেশ ছাড়ার কথা।

এদিকে চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেয়ার পাশাপাশি টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন।

টি-টোয়েন্টি স্কোয়াড-

মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ।

ওয়ানডে স্কোয়াড-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও এনামুল হক বিজয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: