অসামাজিক কার্যকলাপে জড়িত ৬ নারীসহ আটক ৯

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ০২:৪৮ পিএম

অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কুটি চৌমুহনীতে শ্রমিক ভাই ভাই হোটেল থেকে ৬ নারীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৬ জুলাই) কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে এক অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিব সরকার। অপরদিকে কুটিবাজারে অভিযান চালিয়ে মোঃ হানিফ মিয়া (৪৫) কে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালত ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) বিডি২৪লাইভকে জানান, সাজাপ্রাপ্ত সকল আসামি ওই হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে। সকল আসামীকে জেলা কারাগার ব্রাহ্মণবাড়িয়াতে পাঠানো করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: