শেষ মুহূর্তে ঢাকা সফর বাতিল করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ০৬:২৯ পিএম

শেষ মুহূর্তে এসে ঢাকা সফর বাতিল করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। আজ মঙ্গলবার (২৬ জুলাই) ঢাকা সফর বাতিল করেন তিনি। ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে আজ তার ঢাকায় আসার কথা ছিল। কিন্তু শেষ সময়ে এসে ঢাকা সফর বাতিল করেছেন তিনি। কূটনৈতিক সূত্রে জানা যায়, ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে ইসলামাবাদ ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারকে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে শেষ মুহূর্তে তার সফর বাতিল করেছে।

ডি-৮ জোটের সদস্য দেশ ৮টি। দেশগুলো হলো- বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, নাইজেরিয়া ও মালয়েশিয়া। আগামীকাল বুধবার ঢাকায় ডি-৮–এর মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০তম ডি–৮ সম্মেলন ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন ডি-৮–এর বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: