বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১ : স্বাস্থ্য অধিদফতর

দেশের বন্যাকবলিত এলাকায় নানান রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে। গত ১৭ মে থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বন্যাকবলিত এলাকায় সৃষ্ট দুর্ঘটনা ও বিভিন্ন রোগে এদের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু পানিতে ডুবেই মারা গেছেন ১০৩ জন। বন্যায় সবচেয়ে বেশি ৭৩ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জেলা ভিত্তিক পরিসংখ্যানে সিলেটে মৃত্যু হয়েছে ২০ জন, সুনামগঞ্জে ২৯ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ৮ জন, ময়মনসিংহে ৬ জন, নেত্রকোণায় ২০ জন, জামালপুরে ১০ জন, শেরপুরে ৭ জন, লালমনিরহাটে ৯ জন, কুড়িগ্রামে ৫ জন এবং টাঙ্গাইল জেলায় একজনের মৃত্যু হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে সবচেয়ে বেশি ১০৩ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। এ সময় বজ্রপাতে মারা গেছেন ১৬ জন, সাপের কামড়ে ২ জন, ডায়রিয়ার একজন এবং অন্যান্য কারণে ৯ জনের মৃত্যু হয়েছে।
অধিদপ্তরের তথ্যমতে, দেশে এ পর্যন্ত বন্যার কারণে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৩৮ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি ১৪ হাজার ৪৯৫ জন ডায়রিয়ায় ভুগেছেন। এ ছাড়া আরটিআই (চোখের) রোগে আক্রান্ত ১ হাজার ৩৮৭ জন, বজ্রপাতে ১৬ জন ও পানিতে ডুবে ১০৩ জনের মৃত্যু হয়েছে। সাপের কামড়ে ৩৩, চর্ম রোগে ৩ হাজার ৫০ জন, চোখের প্রদাহে ৪২৪ জন, বিভিন্নভাবে আঘাত পেয়েছেন ৭১০ এবং অন্যান্য সমস্যায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৮১ জন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: