উৎসব মুখর পরিবেশে শাহাবাদ ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ১০:৪৩ পিএম

উৎসব মুখর পরিবেশে নড়াইলের সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের একটি ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন।

এদিকে ইভিএমে সহজে ভোট দিতে পেরে খুশি হয়েছেন ভোটাররা। উপ-নির্বাচনে সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। তার মধ্যে ৪৫৫ ভোট পেয়ে বিজয়ী হন টিউবওয়েল প্রতীকের মো. ইব্রাহিম। তার কাছাকাছি ছিলেন জীবন বিশ্বাস, তিনি ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৬ ভোট। আরেক প্রার্থী মো. আলমগীর হোসেনের তালা মার্কায় ভোট পড়েছে ১৩ টি।

নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান। নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা সমাজ সেবা অফিসার উত্তম সরকার।

নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরির্দশন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছিলেন সনুপ বিশ্বাস। সম্প্রতি তিনি সরকারি চাকুরিতে যোগ দান করায় ১নং ওয়ার্ডের সদস্য পদ শূন্য হয়। ফলে শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: