ভূরুঙ্গামারীতে বন্যা্য় ক্ষতিগ্রস্তরা পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ০৩:২১ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সম্প্রতি বন‍্যায় ক্ষতিগ্রস্তের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল‍্যান তহবিল থেকে উপজেলার ৬ টি ইউনিয়নের ১শ ২১ জন ক্ষতিগ্রস্ত মানুষকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উপজেলার ভূরুঙ্গামারী সদর, আন্বারীঝাড়, শিলখুড়ি, তিলাই,পাইকেরছড়া ও চরভূরুঙ্গামারী এই ৬ টি ইউনিয়নের বন‍্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৬০ জনকে ১০ হাজার ও আংশিক ক্ষতিগ্রস্ত ৬১ জনকে ৬ হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা ভাইস চেয়ারম‍্যান জালাল উদ্দিন মন্ডল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: