১৩ মিনিটে ৩ গোল দিয়ে বিশ্বকাপে নাম লেখালো আর্জেন্টিনা

প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ০৬:০৫ পিএম

কোপা আমেরিকার ফাইনালে খেলার স্বপ্ন অধরা থাকলেও আগামী বছরের বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা নারী ফুটবল দল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে সেই লক্ষ্যপূরণ করলো লা আলবিসেলেস্তেরা। শনিবার (৩০ জুলাই) কলম্বিয়ার সেন্টেনারিও স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে হওয়া ম্যাচটিতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে ১৩ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে তৃতীয় হওয়ার পাশাপাশি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার পক্ষে জোড়া গোল করেছেন ইয়ামিলা রদ্রিগেজ। একটি এসেছে ফ্লোরেন্সিয়া বনসেগুন্দোর পা ছুঁয়ে। অন্যদিকে প্যারাগুয়ের পক্ষে একমাত্র গোলে তাদের কারো কৃতিত্ব নেই। আত্মঘাতী গোল করে বসেন আর্জেন্টাইন মিডফিল্ডার রমিনা নুনিয়েজ।

এবারের কোপা আমেরিকার সেরা তিন দল সরাসরি পাবে আগামী বছরের নারী ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ। ফাইনালে ওঠার মাধ্যমে আগেই সেটি নিশ্চিত করেছে ব্রাজিল ও কলম্বিয়া। রবিবার (৩১ জুলাই) ভোরে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে এ দুই দল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: